শেষ আপডেট: 5th February 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: প্রায় আড়াই দশক পর এবারে সরস্বতী পুজোয় গায়ে শীতবস্ত্র নিতে হয়নি আমজনতাকে। জানুয়ারির শেষ থেকেই অল্প অল্প করে বাড়ছিল তাপমাত্রা। ফেব্রুয়ারিতে তা আরও উর্ধ্বমুখী।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে। বুধবার সন্ধেয় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে। তবে বাস্তবে গরম অনুভূত হচ্ছে প্রায় ৩১ ডিগ্রি। আগামীকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা তা আরও ১ ডিগ্রি বাড়বে।
কেন? আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস বলেন, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে জলীয় বাষ্পের কারণে মূলত গরম বাড়বে, নূন্যতম আপেক্ষিক আর্দ্রতাও বেশ কিছুটা বেড়ে যেতে পারে।। সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের আট জেলাতে।
আগামীকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর। দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আটজেলায়। বাকি জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
একইভাবে উত্তরবঙ্গের তিন জেলা- উত্তর দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়িতেও ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে এই তিন জেলায়। বাকি জেলাতেও সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রের খবর, আগামীকাল দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে শুক্রবার থেকে ক্রমশ নামবে পারদ। শনিবারে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যেতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে।
আগামীকাল কলকাতার নূন্যতম তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। শনিবারের মধ্যে ফের তাপমাত্রা কমে যেতে পারে অনেকটাই। নতুন করে ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা চলে যেতে পারে।
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সড়ক ও রেল পরিষেবাতেও।