শেষ আপডেট: 11th January 2025 10:56
দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় শনিবার অনেকখানি নেমে গেল তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি! যা স্বাভাবিকের থেকেও ১.২ ডিগ্রি কম।
আবহাওয়া দফতরের দাবি, এটাই মরশুমের শীতলতম দিন। তবে আগামীকাল রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে।
উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টি নয়, আগামী কয়েকদিন দাপট দেখা যাবে কুয়াশার। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে। কুয়াশার প্রভাব থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও।
হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি কারণ কী? আলিপুর জানাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। অন্যদিকে রবিবার ও সোমবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতেও। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশেও।