শেষ আপডেট: 31st October 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: এপর্যন্ত আশাহত করেনি আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালীপুজোয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় সন্ধে পর্যন্ত হল না বৃষ্টি। তবে, পূর্বাভাসে কোনও পরিবর্তন হয়নি বলে জানাল আলিপুর। দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্যবিদ্যুৎ-সহ হালকা ও সামান্য বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
উত্তর অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্তীশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। আগামীকাল, শুক্রবারও কাল হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই ক'দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার আকাশ মেঘলা থাকবে। শনিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে।
আলিপুর জানিয়েছে, এই সময় থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বাতাসে আর্দ্রতা কমবে ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। কমবে বৃষ্টির সম্ভাবনাও।
উত্তরবঙ্গের সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১ নভেম্বর থেকে মালদা, দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরের পাঁচ জেলাতে পারদ নেমেছে অনেকটাই। শীতের আমেজ সর্বত্র। ভোরের দিকে শিরশিরে বাতাসও বইছে। ধীরে ধীরে কমছে সন্ধের তাপমাত্রাও।