শেষ আপডেট: 15th September 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়। এখনও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস কারণ রবিবার অতি গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কলকাতাতেই থাকছে । আগামী ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগড়ের দিকে এগোবে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে কমবে বৃষ্টির দাপট। মঙ্গলবার আবহাওয়ার খানিকটা উন্নতি হবে। তবে, শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে অতিভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ধীরে ধীরে এখানে বৃষ্টির পরিমাণ কমবে। নিম্নচাপের দাপটে রবিবার পেরিয়ে সোমবারও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে।
বর্তমানে উত্তাল বঙ্গোপসাগর তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। আগামীকাল ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।