Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখলেন মুখ্যমন্ত্রী, বার্তা মন্ত্রী-বিধায়কদেরওসাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুর
Heavy Showers Lash Bengal

Weather Update: দেশজুড়ে পাল্টাচ্ছে আবহাওয়া! বাংলায় ঝেঁপে বৃষ্টি এল বলে, আর কী জানাল হাওয়া অফিস?

উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভাসতে পারে কলকাতা।

Weather Update: দেশজুড়ে পাল্টাচ্ছে আবহাওয়া! বাংলায় ঝেঁপে বৃষ্টি এল বলে, আর কী জানাল হাওয়া অফিস?

ফাইল ছবি

শেষ আপডেট: 16 May 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: দেশের একাধিক রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬ মে অর্থাৎ আজ থেকে ২৩ মে-র মধ্যে মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবন বলছে , দক্ষিণ ভারতের কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে মহারাষ্ট্রে ১৬ মে থেকে ২৩ মে-র মধ্যে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে এরাজ্যের দক্ষিণবঙ্গে শুক্রবারও অস্বস্তিকর আবহাওয়া ছিল। আকাশ আংশিক মেঘলা থাকায় হাঁসফাঁস অবস্থা হয়েছিল গোটা দিন। আলিপুর জানাচ্ছে, দিনে এমন অবস্থা হলেও রাতের দিকে স্বস্তির বৃষ্টি হতে পারে আজ ও কাল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সঙ্গে ভিজবে আশপাশের জেলাও।

শহরে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই করছে। কিন্তু বৃষ্টিতে উইকেন্ডে অর্থাৎ আগামীকাল থেকে সামান্য তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় বৃষ্টি বাড়তে পারে ১৯ থেকে ২২ মে-র মধ্যে। ঝড় ও বজ্রপাতের মাত্রাও বেশি থাকবে ওই সময়ে।

উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ৩ দিন পশ্চিমবঙ্গ ও সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও একই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাক-বর্ষার অংশ হলেও এই বৃষ্টি অনেকটাই স্বস্তি দেবে উত্তরবঙ্গের কৃষকদের।
 


ভিডিও স্টোরি