শেষ আপডেট: 17th February 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: শীত পুরোপুরি বিদায় নেওয়ার আগেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। চলতি সপ্তাহে দুই বঙ্গেই ভাল মতো বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার দাপট কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজায় থাকবে।
বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন। বুধবার থেকে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায়। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার ও রবিবার আবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
এদিকে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। সম্ভাবনা বেশি থাকবে সোমবার এবং বুধবার থেকে রবিবার পর্যন্ত। সোম ও মঙ্গল বাদে বুধবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙের পার্বত্য এলাকায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতেও। এক্ষেত্রেও মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর।
বৃহস্পতি, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। সঙ্গে দার্জিলিঙে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল সকালে ঘন কুয়াশা হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা এই সপ্তাহে কম-বেশি থাকতে পারে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হবে। আগামীকাল সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।