শেষ আপডেট: 15th February 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি... শীত বিদায়ের সময়ে এখন রাজ্যবাসীর সঙ্গী হতে চলেছে। একাধিক জেলায় আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যদিও শীত আর ফিরছে না।
বাংলায় রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার কারণে হালকা শীত-শীত অনুভূতি মিলবে। তবে দিনের বেলা গরমই সহ্য করতে হবে আমজনতাকে। হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী কদিন দিনের বেলা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। রাতের দিকে তা প্রায় অর্ধেকে চলে আসবে।
বৃষ্টির দৌলতে ঠান্ডা কি আর ফিরবে? হাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তেমন সম্ভাবনা আর নেই। ইতিমধ্যে শীত বিদায়ের পথে। ফলে তাপমাত্রার ওঠা-নামা আরও কয়েকদিন চললেও ফেব্রুয়ারি শেষ থেকে বাংলায় পুরো দস্তর গরম পড়ে যাবে।
বিগত কিছুদিন ধরে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব ছিল। তার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। কুয়াশার সম্ভাবনাও বেড়েছিল। পাশাপাশি শহরাঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। তবে এখন আর ঘন কুয়াশা নেই। বৃষ্টি হলেও ঠান্ডায় তেমন প্রভাব পড়বে না।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কার্যত ঠান্ডাভাব চলে যাবে কিছুদিনের মধ্যে। আপাতত পাহাড়ে তুষারপাতের কোনও পূর্বাভাসও নেই। তবে শীত বিদায় নিলেও পুরোদস্তুর গরম এখনই পড়ছে না। এটুকুই স্বস্তি। তবে মধ্য-মার্চ থেকে আবহাওয়ার বিরাট বদল আসার পূর্বাভাস রয়েছে।