শেষ আপডেট: 13th February 2025 09:16
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার খামখেয়ালিপনা। এই শীত তো এই গরম। রাজ্যবাসী বুঝতেই পারছে না কম্বল বাইরে রাখবে না, পুরোদস্তুর ফ্যান চালিয়ে দেবে!
আগামী কয়েকদিন অন্তত এমন আবহাওয়াই বিরাজ করবে বলে আভাস দেওয়া হয়েছে। সুতরাং শীত গিয়েও যাচ্ছে না...
দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। একাধিক জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও।
এদিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে অধিকাংশ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় সবথেকে বেশি কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার ইঙ্গিত।
উত্তরবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
মূলত উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নামবে তাপমাত্রার পারদ। পাশাপাশি একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। তার জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি শহরাঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সকাল থেকে তবে বেলায় 'ক্লিন স্কাই'।