শেষ আপডেট: 31st January 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: কী উত্তর, কী দক্ষিণ, গোটা রাজ্যজুড়ে আপাতত ঘন কুয়াশার দাপট দেখা যাবে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে তাপমাত্রার পারদ। এছাড়া আগামী দু'দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দিনের বেশিরভাগ সময় ধরে।
আবহাওয়া দফতর বলছে, রবিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। সকাল থেকে কুয়াশার প্রভাব থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। এদিকে কুয়াশার জেরে রাজ্যের একাধিক জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়ার আভাস মিলেছে। এর মধ্যে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে বাংলা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। যে কারণে ফেব্রুয়ারির প্রথমে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা আরও বাড়তে পারে।