শহরে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯০ শতাংশ।
ফাইল ছবি
শেষ আপডেট: 13 June 2025 05:33
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে গরমের মাঝেই মিলতে চলেছে স্বস্তি। আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার অর্থাৎ ১৪ জুনের মধ্যে মৌসুমি বায়ু ঢুকে পড়বে মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে।
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে, রবিবার থেকেই যদিও বাড়বে ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে কোনও কোনও এলাকায়। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে।
এদিকে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ নানা জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শহরে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯০ শতাংশ। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সারাদিন, বিকেলের দিকে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫.১ মিমি।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বিশেষত উইকেন্ডে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও ওই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টিও হতে পারে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবারও একই আবহাওয়া বজায় থাকবে।
লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে কর্নাটক, কঙ্কন ও গোয়াতে। প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালেও অতি ভারী বৃষ্টি হতে পারে।