শেষ আপডেট: 26th September 2023 04:48
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। উত্তরেও বৃষ্টির তেজ কম (Weather)। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের মেঘ জমেছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তেই ঘূর্ণাবর্ত আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ তৈরি করবে। এর জেরেই বড়সড় বদল আসবে আবহাওয়ায়।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের মেঘ ঘনাচ্ছে (Weather)। ২৯ তারিখ ঘূর্ণাবর্ত আরও ঘণীভূত হবে। শক্তি বাড়িয়ে তা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আন্দামান সাগর এলাকায় দুর্যোগের (Weather) সম্ভাবনা আছে। আগে থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বর্ষা বিদায়ের (Weather) পালা শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি বিহার ও বাংলার উপর দিয়ে চলে গেছে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ছত্তীসগড়ে। সেটি পশ্চিমের কোঙ্কন ও তেলঙ্গানা পর্যন্ত চলে গেছে। বাংলার উপর দিয়ে যাওয়া বৃষ্টি অক্ষরেখার কারণে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষা বিদায় নেওয়ার আগে তার শেষ ইনিংস খেলে যাবে।
আরও পড়ুন: পাঁচ লাখ শূন্যপদে চাকরির সুযোগ, পুজোর মুখে গৌরী সেন মিসো
আপাতত দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে। পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে শনিবার ও রবিবার দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হতে পারে।