শেষ আপডেট: 15th October 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো: ভারী বৃষ্টির দেখা আর মিলবে না বাংলায়। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহে। তারপর থেকে বৃষ্টির পরিমাণও কমতে থাকবে। এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার কলকাতায় পুজো কার্নিভালে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মঙ্গলবার সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা এবং উপকূল সংলগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিস্কার আকাশ থাকবে। তবে অধিকাংশ সময়ে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ। কলকাতা ছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আজ এটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর জেরে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও হালকা-মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
পশ্চিমবঙ্গে না হলেও অন্যান্য একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে তামিলনাডু, পন্ডিচেরিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। তবে এরই মধ্যে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ক্রমশ বাড়তে থাকবে। শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে দেশজুড়ে।