শেষ আপডেট: 29th October 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: কালী পুজোর সময়ে অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পুজো শেষ হলেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে। এমনই আভাস দিয়েছে হাওয়া অফিস। তবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই যে শীতের আমেজ চলে আসবে এমন কোনও ইঙ্গিত মেলেনি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কালী পুজোর দিন কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
কালী পুজোর দিন বৃষ্টি হলেও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি থাকবে না উত্তরে। সেখানের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টি হবে। বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না।
দুর্গা পুজোর পর থেকেই আবহাওয়ার কিছু বদল লক্ষ্য করা যাচ্ছে। তবে শীত কবে থেকে পড়তে পারে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না আবহাওয়া দফতর। শুধু জানানো হয়েছে, নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়া প্রভাব দেখা যাবে রাজ্যে। তাপমাত্রা ক্রমশ কমবে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না।