বৃষ্টি এখনই থামবে না বলে ইঙ্গিত দিল আবহাওয়া দফতর
শেষ আপডেট: 20 May 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম দফার ভোটে বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই আভাস মিলে গেছে কারণ দুপুরের দিকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে এই বৃষ্টি যে এখনই থামছে না, সেই ইঙ্গিতও দিয়ে দিল আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ যে সাগরে তৈরি হয়ে গেছে, তা জানিয়েছে হাওয়া অফিস।
মৌসম ভবন জানিয়েছিল, আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সাতদিনে তা আরও বেশি শক্তিশালী হবে। বর্তমানে আবহাওয়া দফতরে বলছে, সাগরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ঘূর্ণিঝড় আসছে, এমন বলাই যায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে আগামী তিন দিন বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকবে।
সোমবার বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড় বইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে শুক্রবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হবে দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরে।
এদিন উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার ও আগামী কয়েকদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি।
ঘূর্ণিঝড় তৈরি হলে তা আমফানের মতোই বিধ্বংসী হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে কি তাহলে বাংলায় এর প্রভাব পড়বে? আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির সম্ভাব্য গন্তব্য হবে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ। যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে।