শেষ আপডেট: 5th September 2023 04:11
দ্য ওয়াল ব্যুরো: প্যাচপ্যাচে গরমে অনেকটা স্বস্তি দিয়েছে বৃষ্টি (Weather)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গতকাল থেকেই ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রাও কমবে।
মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ (Weather)। বৃষ্টি দিয়েই দিন শুরু হয়েছে। আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি মৌসুমী অক্ষরেখা দিঘা থেকে বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। নিম্নচাপের একটি অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ ওড়িশা দিকে যাচ্ছে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে বদলে যেতে পারে আজই। এর ফলেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। উত্তরবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: পৃথিবীকে আরও এক চক্কর আদিত্যর, দ্বিতীয় কক্ষ থেকে সূর্যকে দেখছে ইসরোর সৌরযান
দক্ষিণে এখন আগামী কয়েকদিন দুর্যোগ চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝেঁপে বৃষ্টি হবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে। তাপমাত্রা কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তিও অনেকটাই কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।