শেষ আপডেট: 20th September 2023 02:59
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনিয়েছে। এই ঘূর্ণাবর্ত ক্রমে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে বদলে যাচ্ছে (Weather)। এর জেরেই ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, তুমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃষ্টির এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও কাল ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় বিস্তৃত করেছে (Weather)। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর এবং সিদ্ধি হয়ে জামশেদপুরের উপর দিয়ে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ওড়িশা সংলগ্ন উপকূলে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গি ভ্যাকসিন আসছে দেশে, নভেম্বর থেকে ট্রায়াল শুরু হবে বাংলাতেও
বুধবার পর্যন্ত অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। তাপমাত্রা ফের কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই এক পশলা ভারী বেশি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
কোন জেলায় কবে বৃষ্টি
★ বুধবার :: মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে (Weather)। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
★বৃহস্পতিবার :: পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
★শুক্রবার :: বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
আগামী ২৪ ঘন্টায় পার্বত্য এলাকায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে। সপ্তাহভর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পাহাড়ি জেলাগুলিতে।