শেষ আপডেট: 26th January 2025 10:30
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে ফের ঠান্ডা পড়ার আভাস মিলেছে। আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়ার সঙ্গে কুয়াশার প্রভাব বজায় থাকবে। উত্তরবঙ্গের মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
রবিবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ হলেও দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দিনাজপুর ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এক সপ্তাহ ধরে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় কুয়াশা তেমন প্রভাব ফেলবে না, বলছ আলিপুর আবহাওয়া অফিস।
তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যাবে। শনিবার সবচেয়ে ঠান্ডা ছিল পুরুলিয়ায়, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। অন্য জায়গাগুলির তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি। উত্তরবঙ্গের মাজিহানে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
যদিও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই, তবে পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তর থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে শুরু করবে, ফলে পারদ নামতে থাকবে। তবে সামনের এক সপ্তাহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ছিল যথাক্রমে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ছিল ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।