শেষ আপডেট: 5th February 2025 10:30
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তাপমাত্রার ওঠানামা চলছে। আজ ও কাল পারদ ঊর্ধ্বমুখী থাকবে, তবে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং রবিবারের মধ্যে তাপমাত্রা ফের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহান্তে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ সাতটি জেলায় কুয়াশার দাপট থাকবে। এছাড়া, বুধবার ও শুক্রবারেও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে উত্তর-পশ্চিম ভারতে, এবং ৮ই ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। পাশাপাশি, উত্তর ভারতে সক্রিয় রয়েছে জেট স্ট্রিম উইন্ড। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে সপ্তাহের শেষে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে পারদ ফের ২ থেকে ৪ ডিগ্রি কমবে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত বিদায় নিতে পারে। বৃহস্পতিবার আবারও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যান্য জেলাতেও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ উত্তরবঙ্গের চার জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। আগামীকাল জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ঘন কুয়াশা বজায় থাকবে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, যেখানে পারদের ওঠানামা ২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে।
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। বুধবার শহরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে উইকেন্ডে পারদ কিছুটা নামবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ দেখা দিতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, আর গতকালের সর্বোচ্চ ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকবে।
জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বাংলা, সিকিম, ওড়িশা, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে।