শেষ আপডেট: 9th March 2025 11:09
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত উৎসবের আগেই তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। আজ কলকাতায় দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে রাতে পরিষ্কার আকাশ থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। ধীরে ধীরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠলেও আপাতত তা স্বাভাবিকের নিচেই রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী কয়েকদিন এই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে।
তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য জেলাগুলিতে আবহাওয়া মূলত বৃষ্টিমুখর থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতায় আগামী কয়েকদিনে পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দিনের বেলা উষ্ণতা বাড়লেও সকালে ও সন্ধ্যায় আবহাওয়া কিছুটা মনোরম থাকবে। রাতের দিকে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে। সিকিমের পাশাপাশি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং তামিলনাড়ুতে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।