শেষ আপডেট: 7th March 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসে আসতে না আসতেই রোদের দাপট শুরু হয়ে গিয়েছে। দোল এবং হোলির আগেই রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর বিভিন্ন জেলায় তা ৩৮ ডিগ্রির ওপারে চলে যাওয়ার সম্ভাবনা। ফলে বলা যেতে পারে বসন্ত উৎসবের আগে উষ্ণতার ছোঁয়া নিতে প্রস্তুত হচ্ছে রাজ্য। আবহাওয়া দফতরের অনুমান, ১০ মার্চের পর আরও বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলায় শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও দেখা দিতে পারে বৃষ্টি। মঙ্গলবার ও বুধবার চার জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। তবে দিনের বেলা বাড়বে উষ্ণতা, রাতেও গরম অনুভূত হবে। ৯ মার্চ নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের আবহাওয়ায়। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও শনি ও রবিবার থেকে পারদ বাড়তে শুরু করবে। ১০ মার্চের পর শহরের তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
ভিনরাজ্যে তীব্র গরমের পূর্বাভাস। কঙ্কন, গোয়া, কর্নাটক, কেরল এবং মাহেতে অস্বস্তিকর আবহাওয়া। গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও রবিবার থেকে তাপপ্রবাহ দেখা দিতে পারে। ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ কলকাতার তাপমান। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।