ফাইল চিত্র
শেষ আপডেট: 6 April 2025 06:18
দ্য ওয়াল ব্যুরো: নতুন সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জলোচ্ছ্বাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা।
দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে আবহাওয়া থাকবে গরম ও শুষ্ক। তবে দুপুরের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি ও মুর্শিদাবাদে ঝড়ের প্রভাব বেশি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছু এলাকায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানানো হয়েছে।
কলকাতায় আজকের আবহাওয়া থাকবে রোদ ঝলমলে, পরে আংশিক মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে চরমে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে। আগামীকাল থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
আন্দামান ও নিকোবর উপকূলে আজ রাত থেকেই জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় সমুদ্র থাকবে উত্তাল। ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।