ফাইল চিত্র
শেষ আপডেট: 5 April 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। দিনের তাপমাত্রা বাড়বে, রাতেও অস্বস্তি অনুভূত হবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
শনিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সোমবার ও মঙ্গলবারও একই ধারা বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের শুষ্ক ও গরম বাতাস বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে আসছে। এই দুইয়ের সংঘাতে তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পরিস্থিতি।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শনিবার এবং রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস মিলেছে। সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। এই কারণে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।