ফাইল চিত্র
শেষ আপডেট: 30 March 2025 05:25
দ্য ওয়াল ব্যুরো: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তীব্র গরমের দাপট অব্যাহত। শনিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনও রাজ্যের প্রায় সব জেলাতেই বজায় থাকবে ‘হট-ডে’ পরিস্থিতি। যদিও মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।
আজ, রবিবারও দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় প্রচণ্ড গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। কলকাতায় পারদ ৩৬-৩৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে, পশ্চিমাঞ্চলে তা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত।
রাতের তাপমাত্রাও তুলনামূলকভাবে বেশি থাকবে, যার ফলে গরমের অস্বস্তি আরও বাড়বে। তবে মঙ্গলবার থেকে সামান্য স্বস্তি মিলতে পারে, শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় আজ ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৪-৫ দিন এই অঞ্চলের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
রাজধানী শহরে গরমের অস্বস্তি চরমে পৌঁছেছে। দিনের বেলায় তীব্র রোদ ও দাবদাহ পরিস্থিতি বিরাজ করছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৯১ শতাংশ, যা আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়াবে। মঙ্গলবার থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের উষ্ণতা কমার সম্ভাবনা খুবই কম।
ওড়িশায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে। গুজরাট, আসাম, মেঘালয় ও ত্রিপুরাতেও গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা অব্যাহত থাকবে, ঈদের দিনও মিলবে না স্বস্তি। কলকাতাসহ রাজ্যের অধিকাংশ জায়গায় বজায় থাকবে ‘হট-ডে’ পরিস্থিতি।
উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা একটু কমতে পারে, যদিও রাতের গরম অব্যাহত থাকবে। আপাতত কয়েকদিন গরম থেকে কোনো রেহাই নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।