ফাইল চিত্র
শেষ আপডেট: 3 April 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে গরম। বিকেলের দিকেও স্বস্তির দেখা মিলছে না। তবে এসবের মাঝেই ভাল খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুলছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। বৃহস্পতিবার মালদা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া।
রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড়-বৃষ্টি হবে।
এই সময় দমকা হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। বৃষ্টি ও ঝড়ের কারণে পরিবেশ কিছুটা শীতল হলেও, নিরাপত্তার কথা মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।