Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া
Weather Forecast Updates

দাবদাহের মাঝেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি, বইবে দমকা হাওয়া

বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে গরম। বিকেলের দিকেও স্বস্তির দেখা মিলছে না। তবে এসবের মাঝেই ভাল খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

দাবদাহের মাঝেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি, বইবে দমকা হাওয়া

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 April 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে গরম। বিকেলের দিকেও স্বস্তির দেখা মিলছে না। তবে এসবের মাঝেই ভাল খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুলছে।  

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে।  

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। বৃহস্পতিবার মালদা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া।  

রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড়-বৃষ্টি হবে। 

এই সময় দমকা হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। বৃষ্টি ও ঝড়ের কারণে পরিবেশ কিছুটা শীতল হলেও, নিরাপত্তার কথা মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


ভিডিও স্টোরি