ফাইল চিত্র
শেষ আপডেট: 29 March 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের উপর চেপে বসেছে প্রখর গরম। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বইছে তাপপ্রবাহ। আগামীকাল, রবিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বজায় থাকবে একই পরিস্থিতি।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হট ডে বা চরম গরমের প্রভাব অনুভূত হচ্ছে। তবে ১লা এপ্রিল থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী তিন-চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও গরম থেকে স্বস্তি পাওয়ার আশা নেই। কারণ, আগামী চার থেকে পাঁচ দিনে বৃষ্টির কোনওসম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়ায়। আজ দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।