Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ঝকঝকে ছবি ওঠে এমন ক্যামেরা ফোন খুঁজছেন? ৩০ হাজার টাকার মধ্যেই পাবেন এগুলিগুরুগ্রামে প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস, ঢুকে গেল ট্রাক! কমলা সতর্কতা জারি এলাকাজুড়েশিক্ষা, সেচ দফতরে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত সিঁথি থানার এএসআই৪৩ দিন পর নিজে নিজেই ঘরে ফিরল ইসলামপুরের নির্যাতিত নাবালককাঁথিতে শুভেন্দুর মিছিলে প্রশাসনের 'না', হাইকোর্টে বিজেপিEng vs Ind: ব্যালকনির মতোই আইকনিক লর্ডসের ‘ঢাল’, জেনে নিন এর ঐতিহ্য ও ইতিহাস!বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
Weather Forecast Updates

দক্ষিণবঙ্গে বেলা বাড়তেই তাপপ্রবাহের জেরে নাভিঃশ্বাস, এপ্রিলের শুরুতেই তাপমাত্রা কমার আশা

দক্ষিণবঙ্গের উপর চেপে বসেছে প্রখর গরম। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বইছে তাপপ্রবাহ।

দক্ষিণবঙ্গে বেলা বাড়তেই তাপপ্রবাহের জেরে নাভিঃশ্বাস, এপ্রিলের শুরুতেই তাপমাত্রা কমার আশা

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 March 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের উপর চেপে বসেছে প্রখর গরম। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বইছে তাপপ্রবাহ। আগামীকাল, রবিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বজায় থাকবে একই পরিস্থিতি।  

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হট ডে বা চরম গরমের প্রভাব অনুভূত হচ্ছে। তবে ১লা এপ্রিল থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী তিন-চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও গরম থেকে স্বস্তি পাওয়ার আশা নেই। কারণ, আগামী চার থেকে পাঁচ দিনে বৃষ্টির কোনওসম্ভাবনা নেই।  

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়ায়। আজ দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।  

এছাড়া, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। 


ভিডিও স্টোরি