ফাইল চিত্র
শেষ আপডেট: 25 March 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় গরমের প্রভাব বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উইকেন্ডে শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের জেলাগুলিতে তা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও ৫-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান।
বর্তমানে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও ধীরে ধীরে তা বাড়বে। সকাল ও সন্ধ্যায় যে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে, তাও দ্রুত উধাও হবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে সব জেলাতেই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ওই দিন দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার ও সোমবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গ্রীষ্মের দোরগোড়ায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়বে বলেই পূর্বাভাস, তবে উত্তরের পার্বত্য জেলাগুলিতে সামান্য স্বস্তির ইঙ্গিত মিলেছে। এদিকে সপ্তাহান্তে কলকাতায় বাড়তে চলেছে গরমের দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আপাতত দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও ধীরে ধীরে উষ্ণতা বাড়বে।
সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকলেও দুপুর গড়াতেই পারদ ঊর্ধ্বমুখী হবে। আকাশ পরিষ্কার থাকবে, ফলে সূর্যের প্রভাবও বেশি পড়বে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ, এখনও সকালে ও সন্ধ্যায় স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকলেও, দিনে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহান্তে কলকাতার গরমের আঁচ আরও ভালভাবেই টের পাওয়া যাবে।