ফাইল চিত্র
শেষ আপডেট: 23 March 2025 06:26
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে কোথাও রোদ আবার কোথাও মেঘলা আবহাওয়ার দেখা মিলছে। তবে কলকাতার তাপমাত্রা আজ অর্থাৎ রবিবার স্বাভাবিকের ৯ ডিগ্রি সেলসিয়াস নীচে। যদিও এটার কারণ গতকালের ঝড়-বৃষ্টি। ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গিয়েছে। আজ আকাশ আংশিক মেঘলা এবং কখনও পরিষ্কার থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিশেষভাবে বিকেল বা সন্ধ্যা নাগাদ হতে পারে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ। আগামীকাল, সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বুধবারের মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আজ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত বিকেল বা সন্ধ্যার দিকে। সোমবার থেকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। আজ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং পরবর্তী তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
কেরল, মহে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ, রয়েলসীমা, ইয়ানাম, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, বিহার, অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, ওড়িশা, সিকিম, আসাম, মেঘালয়, গােনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই, তবে গুজরাটে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।