Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত 'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইলটোটা, এক লড়াইয়ের নাম, ঋতুপর্ণর ছবিতে হিরো হয়েও সে ছবি আলোর মুখ দেখেনি নিউ আলিপুরে লরিতে ভাঙচুর: থানার চার এসআইকে সাসপেন্ড, বিভাগীয় তদন্তের নির্দেশ
Weather Forecast Updates

শিলাবৃষ্টির আশঙ্কা রাজ্যজুড়ে! তাপমাত্রা নামবে ৬ ডিগ্রি পর্যন্ত, কিন্তু স্বস্তি কতদিনের?

শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শিলাবৃষ্টির আশঙ্কা রাজ্যজুড়ে! তাপমাত্রা নামবে ৬ ডিগ্রি পর্যন্ত, কিন্তু স্বস্তি কতদিনের?

ফাইল চিত্র

শেষ আপডেট: 21 March 2025 12:23


দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া, কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে 'বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে'। এখানে '৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা' রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে '৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস' রয়েছে।  

উত্তরবঙ্গের সব জেলায় '৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা' রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের চার জেলা— 'বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমানে' ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। '৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা' রয়েছে।  

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে '৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি' হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও '৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস' রয়েছে।  

উত্তরবঙ্গের 'মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়' বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে '৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে'। আজ ও আগামীকাল কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেনে আইপিএল উদ্বোধনী ম্যাচ চলাকালীন 'বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে', এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

রবিবার থেকে ঝড়-বৃষ্টি কিছুটা কমলেও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 'পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা' রয়েছে। উত্তরবঙ্গে রবিবারও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে, তবে তার পরিমাণ কমবে।  

আজ অর্থাৎ শুক্রবার বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। '৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে', তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে '৬ ডিগ্রি' এবং উত্তরবঙ্গে '৫ ডিগ্রি সেলসিয়াস' পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে, এবং পরবর্তী দুই-তিন দিনের মধ্যে 'চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে' বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।


ভিডিও স্টোরি