Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের
Weather Forecast Updates

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, তবে বৃষ্টির ভ্রূকুটি পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে

দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি গতিবেগে।

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, তবে বৃষ্টির ভ্রূকুটি পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে

ফাইল চিত্র

শেষ আপডেট: 2 April 2025 06:24

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি গতিবেগে। যদিও দাবদাহ কিছুটা কমেছে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমের অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মালদাহে বৃষ্টি শুরু হতে পারে।  

আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হলো বেশ কয়েকটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র, আসাম ও বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া, ৩ এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে।  

দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ও সোমবার উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।  

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, সোমবার মালদাতেও বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫°। গতকাল সর্বোচ্চ ছিল ৩৪.৬°। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৩% থেকে ৮৯% পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বড় কোনও পরিবর্তন হবে না।  

অন্য রাজ্যগুলির মধ্যে কেরল, মাহে ও কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গুজরাট, আসাম, মেঘালয় ও ত্রিপুরায় গরম ও আর্দ্র আবহাওয়া অস্বস্তি আরও বাড়াতে পারে। বৃষ্টি ও ঝড়ের সময় সতর্ক থাকতে হবে, বিশেষ করে বজ্রপাত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


ভিডিও স্টোরি