শেষ আপডেট: 1st August 2024 19:14
দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তরপূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। যার প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, অগস্ট এবং সেপ্টেম্বর মাসে বাংলার বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উত্তর পূর্ব ভারত লাগোয়া রাজ্যের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর মালদা বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া ও বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। এছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হবে। ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। ফলে শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা।
অন্যদিকে, বৃহস্পতিবার উত্তরে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে।
শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোন সতর্কতা নেই। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের আলিপুরদুয়ার এবং কালিম্পং-ই দুই জেলাতে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। দাজিলিংকালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও চলবে বৃষ্টি।