শেষ আপডেট: 24th February 2024 09:50
দ্য ওয়াল ব্যুরো: দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। বসন্তের শুরুতে অকাল বৃষ্টি দেখেছে মহানগরী। শীত-বসন্তের সন্ধিক্ষণে আবহাওয়া খামখেয়ালি। কখনও তাপমাত্রা বাড়ছে, আবার কখনও কমছে। রাতের দিকে গরম বাড়ছে, ভোর থেকে আবার পারদ পতন হচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও সঙ্গে পূবালি হওয়ার সংঘাত বেঁধেছে। ফলে দুর্যোগের সম্ভাবনা আছে জেলায় জেলায়। উপকূলের জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস জানাচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। পূর্বাভাস বলছে, আজ শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে রাজ্যের কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সন্ধের দিকে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে পারে শহর। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার থেকে আবারও হাওয়াবদল হতে পারে। রবিবার থেকে কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসের আর্দ্রতা কমবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে রবিবারের পর থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। মঙ্গলবার অবধি বৃষ্টি চলবে কয়েকটি জেলায়। তার মধ্যে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। সোমবার বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে, তবে সমতলের থেকে কম। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।