শেষ আপডেট: 14th August 2024 11:24
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে বৃষ্টি বজায় থাকবে বাংলায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বাংলায় ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে তা বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই কম-বেশি বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে রবিবার পর্যন্ত। তারপর বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা। এই পরিস্থিতি বজায় থাকবে টানা সপ্তাহজুড়ে।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৩.৪ মিলিমিটার।
দক্ষিণের মতো উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। যার কারণেই এমন আবহাওয়া আপাতত বজায় থাকবে।