শেষ আপডেট: 5th September 2024 10:22
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। নতুন করে নিম্নচাপ তৈরি হবে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এরপর এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে হয় সে দিকেই নজর আবহাওয়াবিদদের। তবে এই পরিস্থিতির জেরেই আবার দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই ইঙ্গিত মিলেছে।
হাওয়া অফিস বলছে, শুক্রবার থেকে আরও বৃষ্টি হতে পারে দক্ষিণের অধিকাংশ জেলায়। আর সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ।
বৃহস্পতিবার সকাল থেকে শহরের আকাশ রোদ ঝলমলে হলেও বেলায় কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। আর অল্প সময়ের জন্য বৃষ্টিও হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। তাছাড়া বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলবে সব জায়গায়।
পশ্চিমবঙ্গ ছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে। ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, সিকিম, বিহার, অরুনাচল প্রদেশ সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে।