আন্দামানে আগাম প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তার জেরে রাজ্যে বৃষ্টিপাতে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 15 May 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: আন্দামানে (Andaman Island) আগাম প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তার জেরে রাজ্যে বৃষ্টিপাতে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহবিদরা (Weather Update)। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ গরমের থেকে কিছুটা রেহাই মিলবে বলে অনুমান সাধারণ মানুষের।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী (Kalbaishakhi) হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে আগামী রবিবার পর্যন্ত বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র দক্ষিণে নয়, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিন ধরে। বিশেষ করে পার্বত্য জেলাগুলি ভিজতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
বৃহস্পতিবার কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে থাকতে চলেছে। সকালে পরিষ্কার আকাশ হলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৮৫ শতাংশ।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে চলতি মাসের শেষেই আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড় 'শক্তি' (Cyclone Shakti)। ১৬ থেকে ১৮ মে'র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। ২৪-২৬ মে'র মধ্যে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওড়িশা উপকূল থেকে চট্টগ্রাম উপকূলের মধ্যে যেকোনও জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'শক্তি'। এর নামকরণ করেছে শ্রীলঙ্কা।