শেষ আপডেট: 9th February 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যে একাধিক নিয়ম চালু হয়েছে। চলতি বছরের উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। এবার থেকে পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার পদ্ধতিতেও আসছে পরিবর্তন। খাতায় কলমে নয়, ডিজিটাল পোর্টালে নম্বর দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এতদিন পরীক্ষক খাতা দেখে, ট্যাবুলেশন শিটে নম্বর দিয়ে তা পাঠিয়ে দিতেন। এবার সেই পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হবে। খাতা দেখার পর পরীক্ষক যে নম্বর দেবেন তা সরাসরি চলে যাবে ডিজিটাল পোর্টালে। সেক্ষেত্রে সরাসরি পোর্টালেই পরীক্ষক পরীক্ষার্থীর রোল নম্বরের সঙ্গে প্রাপ্ত নম্বর আপডেট করে দিতে পারবেন।
ডিজিটাল পোর্টালে নম্বর দেওয়ার পদ্ধতি চালু হলে ঠিক কী কী সুবিধা হবে? জানা গিয়েছে, এর ফলে যেমন পরীক্ষা ব্যবস্থায় অনেক স্বচ্ছতা আসবে, তেমনই গোপনীয়তা বজায় থাকবে। যদিও চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আর মাত্র সাত দিন বাকি। তাই এবছর থেকে এই নিয়ম চালুর সম্ভাবনা কম। কারণ, সংশ্লিষ্ট পোর্টালটি এখনও তৈরি হয়নি। তবে আগামী ছয় মাসের মধ্যেই অত্যাধুনিক ডিডিটাল পোর্টাল তৈরির কাজ শেষ করার জন্য ওয়েবেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুধু নম্বর দেওয়াই নয়, এই ডিজিটাল সিস্টেম একবার চালু হয়ে হয়ে গেলে অনলাইনে ৩০ বছরের পুরনো উচ্চমাধ্যমিকের সার্টিফিকেটও পাওয়া যাবে। অর্থাৎ ১৯৭৮ সালের পর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সব সার্টিফিকেট ওই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংসদ। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তায়। উল্লেখ্য, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড় বদল। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এবার থাকবে 'ইউনিক সিরিয়াল নম্বর'। প্রতিটি প্রশ্নের ডানদিকে উপরে এই নম্বর থাকবে। পরীক্ষার্থীদের সেই নম্বর লিখতে হবে উত্তরপত্রে।