শেষ আপডেট: 8th May 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। ঠিক বেলা ১টা নাগাদ সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ।
এ বছরের পরীক্ষায় মেয়েদের পাশের হার বেশি। পাশের হারে ছেলেদের চেয়ে ১২ শতাংশ এগিয়ে মেয়েরা। অসম্পূর্ণ ফল রয়েছে ৪ জনের। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৭ শতাংশ পাশের হার, তারপর দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা। এ বছর উচ্চমাধ্যমিকে ১,৮৭,৯২৪ জন সংখ্যালঘু পরীক্ষার্থী ছিলেন। পাশের হার ৮৬.৯০।
ফল ঘোষণা হলেও আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে স্কুলগুলিকে। ওই দিনই স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মধ্যেই ফলঘোষণা হল।
এবারে ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। যার মধ্যে ১৫টি ভাষার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানালেন, প্রতিটা প্রশ্নপত্রে কিউআর কোড ছিল। এবার কোনও বিষয়েই প্রশ্নপত্র ফাঁস হয়নি। ৪১ জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকেছিলেন। তাঁদের মোবাইল এবং অ্যাডমিট বাতিল হয়েছে।
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। পেয়েছেন ৪৯৫। তৃতীয় হয়েছেন মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ প্রতীচী রায় তালুকদার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। যুগ্মভাবে চতুর্থ চন্দননগরের কৃ্ষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ। ৯৮.৬ শতাংশ। পঞ্চম কন্টাই হাইস্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি। প্রাপ্ত নম্বর ৪৯২।
ফল প্রকাশের পর এদিন আগামী বছরের উচ্চ মাধ্যমিকের দিনক্ষণও জানান তিনি। পাশাপাশি জানিয়ে দেন আগামী বছর একাদশের পরীক্ষা কীভাবে হবে। এদিন সংসদ সভাপতি বলেন, "একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। তার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। ঠিক যেমন বাকি ক্লাসের বার্ষিক পরীক্ষা হয় তেমনই। অন্যান্য স্টেট বোর্ড এবং ন্যাশনাল বোর্ডের যেভাবে একাদশের পরীক্ষা নেয়, সেই অনুযায়ী একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর।'' পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২ থেকে ৩.২৫ পর্যন্ত পরীক্ষা হবে।