উচ্চ মাধ্যমিকে তৃতীয় রামকৃষ্ণ মিশনের অভিষেক গুপ্ত।
শেষ আপডেট: 8th May 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দ মতো সময়েই পড়াশোনা করতে ভালবাসেন উচ্চ মাধ্যমিকে তৃতীয় অভিষেক গুপ্ত। সারাদিন বইয়ে মুখ গুঁজে পড়ার অভ্যেস নেই তাঁর। বরং রুটিন মেনে ব্রেক লার্নিং মেথডেই পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম দশে এসেছেন মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত।
উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন মালদহের কৃষ্ণপল্লির বাসিন্দা অভিষেক। পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। ভবিষ্যতে কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চান অভিষেক। বিজ্ঞানের যে কোনও বিষয় নিয়েই পড়াশোনা করতে ভালবাসেন অভিষেক। তাঁর মা অনামিকা সাহা গুপ্ত বললেন, ছেলে মাধ্যমিকে চতুর্থ হয়েছে, উচ্চ মাধ্যমিকেও প্রথম দশে থাকবে এমন আশাই করেছিল সবাই। স্কুলে বরাবরই ভাল রেজাল্ট করেছে অভিষেক।
পড়াশোনার সঙ্গে খেলাধূলাতেও আগ্রহী অভিষেক। তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। পড়ার চাপের কারণে খেলাধূলা বাদ পড়লেও স্পোর্টসের খবর নিয়মিত রাখতেন বলেই জানালেন অভিষেক। তবে এখন পড়াশোনাতেই মন দিতে চান। সামনে খুব বড় লক্ষ্য। জেইই মেনসসে ৯৯ পার্সেন্টাইল পেয়ে গেছে অভিষেক। জেইই অ্যাডভান্সের পরীক্ষাও দিয়েছেন। সুযোগ পেলে আইআইটিতেই পড়তে চান কম্পিউটার নিয়ে। পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে খুব ভালবাসেন অভিষেক। তবে সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে সময় নষ্ট করেননি তিনি।
বাবা মেডিক্যাল ট্রান্সক্রিপশন নিয়ে কাজ করেন। মা শিক্ষিকা। ছেলেকে নিয়ে গর্বিত মা অনামিকা বললেন, “মাধ্যমিক থেকেই খুব খাটত ছেলেটা। প্রচণ্ড পরিশ্রম করেছে। মাধ্যমিকেও চতুর্থ হয়েছিল। তারপরের দু’বছর আরও বেশি পরিশ্রম করেছে। কী নিয়ে পড়তে চায় তা মাধ্যমিকের সময়েই ঠিক করে ফেলেছিল। কম্পিউটার, ডেটা সায়েন্সেই ওর আগ্রহ বেশি।”
একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। তবে আপাতত সাফল্যের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।