প্রতীকী ছবি
শেষ আপডেট: 5th December 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হবে ১৮ মার্চ। ইতিমধ্যে পরীক্ষার রুটিন তৈরি হয়ে গিয়েছে। সংসদের ওয়েবসাইটে রুটিন পেয়ে যাবে পরীক্ষার্থীরা।
এবছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড় বদল এনেছে সংসদ। প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে ছিল 'ইউনিক সিরিয়াল নম্বর'। প্রতিটি প্রশ্নের ডানদিকে উপরে এই নম্বর ছিল। পরীক্ষার্থীদের সেই নম্বর উত্তরপত্রে লিখতে হয়েছে। প্রশ্নপত্র ফাঁস আটকাতে কিংবা প্রশ্ন ফাঁস হলে দ্রুত যাতে পদক্ষেপ করা যায় সেজন্যই নতুন এই 'ইউনিক সিরিয়াল নম্বর’ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার আরও বজ্রআঁটুনি। আরও কড়া হল সংসদ। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে আরও একাধিক উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এতদিন পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপার ভাইজারের ঘরে খোলা হত কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে বলে জানানো হয়েছে।
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই জেলায় জেলায় গিয়ে বৈঠক করছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই সূত্রেই বৃহস্পতিবার মালদহ টাউনে বৈঠকের পর তিনি জানান, এবার সব পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নম্বর, কিউআর কোডের ব্যবস্থাও রাখা হচ্ছে।