শেষ আপডেট: 11th July 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি সেমেস্টারে পাশ-ফেল থাকবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। সেই অনুযায়ী একাদশ শ্রেণির সেমেস্টারের রুটিন প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দু'দফায় দুটি সেমেস্টার হবে। প্রথম সেমেস্টার হবে চলতি বছর সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়টি হবে পরের বছর মার্চ মাসে।
চলতি বছর ১৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হতে চলেছে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার। ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা ছাড়া প্রতিটি পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের এবং তা শুরু হবে বেলা ৩টেয়। বাকি পরীক্ষাগুলি হবে ৪৫ মিনিটের। তবে পরীক্ষা শুরুর সময় একই। অন্যদিকে, একাদশের দ্বিতীয় সেমেস্টার শুরু হবে ২০২৫ সালের ৩ মার্চ থেকে এবং তা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারাই উচ্চমাধ্যমিক স্তরের সেমেস্টার ব্যবস্থার প্রথম ব্যাচ হতে চলেছে। সংসদের নতুন নিয়ম অনুযায়ী, একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সেমেস্টারের মধ্যে প্রথম তিনটি অর্থাৎ একাদশের দুটি ও দ্বাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা দেড় ঘণ্টার হবে। এবং দ্বাদশের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ২ ঘণ্টার হবে। অর্থাৎ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দ্বাদশের শেষ সেমেস্টারকে।
সেমেস্টার প্রক্রিয়া চালু করলেও যাতে মূল্যায়নের মান না পড়ে যায়, তা নিশ্চিত করার উপরে জোর দিয়েছে সংসদ। দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম স্কুলস্তরে সেমেস্টার প্রক্রিয়া চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি সেমেস্টারেই পড়ুয়াদের ন্যূনতম নম্বর পেতে হবে। অর্থাৎ প্রতিটি সেমেস্টারে পাশ করতে হবে ছাত্রছাত্রীদের।