Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টের
Madhyamik Exam 2024

ভোটের আবহে এপ্রিলেই কি মাধ্যমিকের রেজাল্ট? জানুন সম্ভাব্য দিনক্ষণ

গত ১২ ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে খাতা দেখার কাজও প্রায় শেষ পর্যায়ে।

ভোটের আবহে এপ্রিলেই কি মাধ্যমিকের রেজাল্ট? জানুন সম্ভাব্য দিনক্ষণ

শেষ আপডেট: 5 April 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আবহে তপ্ত বাংলার হাওয়া। আর ১৮ তম লোকসভা নির্বাচন চলাকালীনই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

গত ১২ ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে খাতা দেখার কাজও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু কবে প্রকাশিত হবে রেজাল্ট? লোকসভা নির্বাচনের মধ্যে নাকি ভোটের পর ফল জানতে পারবে ছাত্র-ছাত্রীরা? এই নিয়ে তুঙ্গে জল্পনা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ৯০ দিনের মধ্যেই বেরোবে রেজাল্ট। অতীতে একাধিকবার মে মাসে মাধ্যমিকের ফল প্রকাশ করেছে পর্ষদ। গত বছর অর্থাৎ ২০২৩-র ১৯ মে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল। বেশ কয়েকবার ৭৫ দিনের মধ্যেও মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েছে পরীক্ষার্থীরা। এবছরও তেমনটাই হবে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

পর্ষদ সূত্রের খবর, ২০ এপ্রিলের পর মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ফলাফলের তারিখ এখনও নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে মে মাসেও রেজাল্ট বেরোতে পারে। আসলে ফল প্রকাশের ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে রাজি নয় বোর্ড। মূল্যায়নের ক্ষেত্রেও কোনও আপস করা হবে না বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। wbresults.nic.in-এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে।

অন্যদিকে, এবার মে'র মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শেষের দিনেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তা জানিয়ে দিয়েছিলেন। নির্দিষ্টভাবে কোনও সময় বা দিনক্ষণ না জানালেও  উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে সংসদের সভাপতি জানিয়েছেন , তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। তবে এবার নির্ধারিত ৯০ দিনের আগেই ফলপ্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে। কারণ এবার পরীক্ষকরা উত্তরপত্র দেখে অনলাইনেই নম্বর জমা দেবেন। ফলে পুরো প্রক্রিয়াটা আরও দ্রুত সম্পন্ন হবে।


ভিডিও স্টোরি