শেষ আপডেট: 1st October 2023 19:14
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটি মিটলেই স্কুলে স্কুলে শুরু হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, সেই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে যেন কোনওরকম বিতর্কমূলক প্রশ্ন না থাকে!
গতবছর মাধ্যমিকের টেস্ট পেপারে একটি স্কুলের প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর'-এর উল্লেখ ছিল। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। পরীক্ষার খাতায় ওই শব্দদ্বয়ের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহল থেকে শিক্ষা মহলেও। তাই এবছর আগেভাগেই স্কুলগুলিকে সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
শুধু তাই নয়, বিষয়ভিত্তিক প্রশ্নগুলি যেন শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরাই করেন, এমনও জানানো হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। আরও বলা হয়েছে, যদি পর্ষদের নির্দেশ লঙ্ঘিত হয় তবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককেই দায়ী করা হবে।
পর্ষদের তরফে আরও বলা হয়েছে, দশম শ্রেণির পাঠক্রম মেনেই যেন পরীক্ষার প্রশ্ন সেট করে স্কুল। অতীতে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে, এমন অভিযোগ উঠেছিল। সেই কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে পর্ষদ।
অনেক সময় দেখা যায়, অনেকগুলি স্কুল একসঙ্গে মিলিতভাবে টেস্ট পরীক্ষা নিয়ে থাকে। কিন্তু এবছর তেমন করা যাবে না। পর্ষদ জানিয়েছে, প্রতিটি স্কুলকে আলাদা করে প্রশ্নপত্র সাজাতে হবে। পাশাপাশি আরও বলা হয়েছে, টেস্ট পরীক্ষা শেষ হওয়া মাত্রই স্কুলগুলিকে ই-মেল করে সব বিষয়ের প্রশ্নপত্র পর্ষদের কাছে পাঠাতে হবে।