শেষ আপডেট: 7th February 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: ফিরে যেতে যেতে আবার যেন ঘুরে তাকালো শীত! সপ্তাহান্তে পারদ পতনের ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে কোথাও ৩ থেকে ৪ ডিগ্রি, আবার কোথাও কোথাও ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। শনিবার আরও একটু পারদ নামার আভাসও দেওয়া হয়েছে। তাহলে কি শীতের কামব্যাক হতে চলেছে?
পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রাজ্যে আটকে ছিল শীতের আমেজ। উত্তর-পশ্চিমের হাওয়া না ঢোকায় এতদিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকেছিল বঙ্গে। তার ফলেই তাপমাত্রা বেড়েছিল। এখন পরিস্থিতির একটু বদল ঘটতেই ফের শীতের আমেজ মিলছে। এতদিন ঘন কুয়াশার সতর্কতা ছিল। আগামী কয়েকদিন তা থাকছে না।
আবহাওয়া দফতর বলছে, ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার প্রভাব দেখা যাবে।
শনিবার কলকাতা ও সংলগ্ন জেলায় শুষ্ক আবহাওয়া থাকতে চলেছে। ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে তাপমাত্রা। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়ার ইঙ্গিত। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। এর ফলে অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।