শেষ আপডেট: 27th January 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আর ১২ তারিখ পেশ হবে রাজ্য বাজেট। তা পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে। তবে সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক থাকতে পারে।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট পেশ করবেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে, ঘরোয়া অর্থনীতিতে ক্রমশ কমে আসা উপভোক্তা ব্যয়ের প্রবণতা ঠেকাতে এটা নির্মলার সামনে বড় সুযোগ। সেই বাজেটে কী ঘোষণা হয় তার দিকে নজর থাকবেই সাধারণ মানুষের। আর সেই বাজেট ঘোষণার ১১ দিন পরই আবার রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে।
গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার। ৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হয় ১ হাজার টাকা। আর যাঁরা ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা ১ হাজার ২০০ টাকা ভাতা পাবেন বলে ঘোষণা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই সিদ্ধান্তের বড়সড় প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। ভোটের ফলই সেটা কার্যত প্রমাণ করে দেয়। সেই প্রেক্ষিতে এবারের বাজেটে ঠিক কী ঘোষণা করে সরকার তা কৌতূহল বাড়িয়েছে ইতিমধ্যে।
কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য আদতে কিছু থাকে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ তৃণমূল সরকার বরাবর অভিযোগ করে যে, কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত করা হয় বাংলাকে। তবে এবার বাজেটে বাংলার প্রাপ্তির ভাণ্ডার শূন্য থাকবে নাকি খানিকটা পূর্ণ হবে, সেটাই দেখার। কারণ বাংলা নিয়ে কেন্দ্র আলাদা করে ভাবনা নিয়েছে বলেই অনুমান করছেন অনেকে।