শেষ আপডেট: 25th October 2023 11:32
দ্য ওয়াল ব্যুরো: খাতায়-কলমে দুর্গাপুজো শেষ। গতকাল মঙ্গলবার রাতেই বহু পুজোরই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। তবে ব্যতিক্রম কলকাতার বেশ কিছু বড় পুজো। ঢাকে বিসর্জনের বাজনা বেজে গেছে, ঘট বিসর্জনও হয়ে গেছে। তবে রয়ে গেছে প্রতিমা। আগামী শুক্রবার ২৭ তারিখ রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। সেদিনের ভিড় সামাল দিতে এবার রাজ্য পরিবহণ দফতরের তরফে মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত বাস ট্রেন এবং মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
পরিবহণ দফতরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ২৭ তারিখ রেড রোডে কার্নিভাল দেখতে আসতে দর্শকদের যাতে সমস্যা না হয় তার জন্য সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে কলকাতা এবং শহরতলির একাধিক রুটে অতিরিক্ত বাস চালানো হবে। দিনের স্বাভাবিক বাস পরিষেবা তো থাকবেই, সেই সঙ্গে দর্শকদের বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য রাতের দিকে চলবে অতিরিক্ত বাস। এর জন্য বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে লিখিতভাবে সেদিন মধ্যরাত পর্যন্ত পর্যাপ্ত বাস চালানোর অনুরোধ করা হয়েছে।
এসপ্ল্যানেড-যাদবপুর, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-পাটুলি, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ/বালিগঞ্জ, এসপ্ল্যানেড-গড়িয়া, হাওড়া-ইডেন গার্ডেন-গড়িয়া, এয়ারপোর্ট-নবান্ন, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ঠাকুরপুকুর, এসপ্ল্যানেড-আমতলা এবং এসপ্ল্যানেড-পর্ণশ্রী রুটে চলবে অতিরিক্ত বাস।
মেট্রো এবং ট্রেনও বেশি রাত পর্যন্ত চলবে সেদিন। সূত্রের খবর, স্বাভাবিক সময়সীমার পরেও যাতে সেদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা চালু রাখা হয় তার জন্য কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছে পরিবহণ দফতর। এছাড়া হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন থেকে ছাড়া শেষ লোকাল ট্রেনের পরেও যাতে ট্রেন চলে, তারও পরিকল্পনা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ার পর একটি দিন ঠিক করা হয় কার্নিভালের জন্য। সেদিন কলকাতা এবং আশেপাশের এলাকার সেরা পুজোর প্রতিমাগুলি শোভাযাত্রা সহকারে রেড রোড দিয়ে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। সেই শোভাযাত্রায় অংশ নেন দেশ-বিদেশের দর্শক এবং অতিথিরা। রাস্তার দুপাশে তাঁদের বসার ব্যবস্থা করা হয়। করোনা অতিমহামারীর কারণে ২০২০ এবং ২০২১ সালে বন্ধ ছিল এই কার্নিভাল। তবে এবছর তা ফের চালু করা হয়েছে। পুজোর ভিড়ের মতোই এবারের কার্নিভাল দেখতেও দর্শকদের ঢল নামবে বলে অনুমান করা হচ্ছে। তাই আগাম অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা রাখা হচ্ছে।