শেষ আপডেট: 11th March 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি স্কুলের (Private Schools) ব্যয় বৃদ্ধি ইস্যুতে নতুন কমিশন গঠন হবে। বিধানসভায় (Bidhansabha) এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শীঘ্রই বিধানসভায় এই নিয়ে একটি বিল আনা হবে বলেও অবগত করেছেন তিনি।
মঙ্গলবার বিধানসভায় এক বিজেপি বিধায়ক বেসরকারি স্কুলের অত্যাধিক ব্যয়ের ইস্যুতে প্রশ্ন তোলেন। তার উত্তর দিতে গিয়েই ব্রাত্য বসু জানান, স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের ওপর চাপ, কাচ ভেঙে পড়া থেকে শুরু করে নানা অভিযোগ তাঁদের কাছে আসছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁরা ভেবেছেন। সেই প্রেক্ষিতেই আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে একটি বিল আনতে চলেছে বলে জানিয়েছেন ব্রাত্য। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে সরকারের উদ্যোগকে সমর্থন করেন।
রাজ্যের বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া বেতন নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। কখনও হাইকোর্ট, কখনও প্রশাসন, কড়া পর্যবেক্ষণও সামনে এসেছে একাধিকবার। তবু সুরাহা বলতে তেমন কিছুই হয়নি। এর আগে ২০২৩ সালের অগাস্ট মাসেও বিধানসভায় এই ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমিশন গঠনের কথা জানিয়েছিলেন। তবে বোঝাই যাচ্ছে, দু-বছর কেটে গেলেও সেই কমিশন নিয়ে কোনও পদক্ষেপই নেয়নি সরকার। এবার ফের একবার কমিশন গঠনের কথা বললেন শিক্ষামন্ত্রী, তাও আবার বিধানসভাতেই।
শেষবার যখন কমিশন গঠনের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী সে সময়ে বেসরকারি স্কুলগুলি যাতে অতিরিক্ত মুনাফা করার লক্ষ্যে ব্যবসা চালাতে না পারে, এই সংক্রান্ত একটি বিলও সরকার আনতে চলেছে বলে জানান। একই সঙ্গে ব্রাত্য বলেন, বাংলা মাধ্যম স্কুলের দিকে ঝোঁক কমে যাচ্ছে অভিভাবকদের। সবাই ইংলিশ মিডিয়ামে ঝুঁকছে। সেই চাহিদাবৃদ্ধির কারণেও ফি নিয়ে এত অশান্তি বলে দাবি করেন তিনি। কিন্তু সে সময়ে কোনও এমন কমিশন গঠন করা হয়নি। এখন ফের একবার কমিশন গঠনের প্রতিশ্রুতি দিল সরকার।
প্রসঙ্গত, ২০২৩ সালেই কলকাতা হাইকোর্টে স্কুলের বেতন নিয়ে একটি মামলার শুনানিতে রাজ্য সরকারকে ভর্ৎসিত হয়েছিল। বিচারপতি বলেছিলেন, বেসরকারি স্কুলগুলি কত ফি বাড়াবে, কখন বাড়াবে, সে সব দিকে কেন নজর নেই রাজ্য সরকারের। রাজ্য সরকারকে একটি গাইডলাইন তৈরি করারও নির্দেশ দেন বিচারপতি।