শেষ আপডেট: 28th January 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই চলতি মাসে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথীর মতো আরও একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে ২০২০ সাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।
দুয়ারে সরকার থেকে বহু প্রকল্পের সুবিধা পাওয়া যায়। কিন্তু এখনও অনেকেই বুঝতে পারেন না যে কোথা থেকে, কোন ক্যাম্পে গেলে, কীভাবে এর সুবিধা পাওয়া যাবে। ঠিক কোথায় কোথায় ক্যাম্প রয়েছে তাও হদিশও পান না অনেকে। কিন্তু খুব সহজেই এর উত্তর পেতে পারেন প্রত্যেকে। রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই দুয়ারে সরকার সংক্রান্ত সব তথ্য পাওয়া যায়।
কোথায় রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, নিজের বাড়ির কাছের ক্যাম্প কীভাবে খুঁজে পাবেন, এই সব প্রশ্নের উত্তর রয়েছে সরকারি ওয়েবসাইটেই। বিনা খরচেই তা জানতে পারেন সাধারণ মানুষ। তার জন্য একদম সহজ কিছু কাজ করতে হবে।
১. কম্পিউটার, ল্যাপটপ বা ফোন থেকে ds.wb.gov.in-দুয়ারে সরকারের সরকারি ওয়েবসাইট খুলুন।
২. পাতার ডানদিকে Find Your Camp - অংশে ক্লিক করুন।
৩. সেখানে নিজের জেলা, ব্লক বা লোকাল বডি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বেছে নিতে হবে।
৪. সঙ্গে সঙ্গেই ক্যাম্পের তারিখ, ক্যাম্প কোথায় হবে সেই তথ্য চলে আসবে। এবার নিজের সুবিধা মতো যে কেউ নির্দিষ্ট সময়ে দুয়ারে সরকার ক্যাম্পে চলে যেতে পারেন।
কী কী সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে?
নবান্ন সূত্রের খবর, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়, ভবিষ্যত ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা পাওয়া যাবে।
এছাড়াও সম্প্রতি আরও দু'টি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে। বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ। সমস্ত প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসে মানুষের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য এই দুয়ারে সরকার ক্যাম্পের।