শেষ আপডেট: 3rd October 2023 13:37
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ৪ বছর ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। শুধু যাদবপুরই নয়, একই অবস্থা প্রেসিডেন্সি সহ রাজ্যের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে। তাই দ্রুত নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সেই মামলার প্রেক্ষিতেই এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দিলেন, বিশ্ববিদ্যালয়গুলিতে যতক্ষণ না স্থায়ী উপাচার্য নিয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব নয়।
রাজ্যের ৫০০টি কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋষভ সাহা। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানান অ্যাডভোকেট জেনারেল।
মঙ্গলবার মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, যতক্ষণ বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ না হচ্ছে ততক্ষণ আইনত রাজ্যের সমস্ত কলেজে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়। তিনি আরও জানিয়েছেন, রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। তাই এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন রিপোর্ট ফাইল করে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলাটি এখনও সুপ্রিমকোর্টে আটকে রয়েছে। ২০১৭ সালের ইউনিভার্সিটি ও কলেজেস রুলকে চ্যালেঞ্জ করে মামলাকারীরা এই মামলা করেছেন। এই নিয়মের জেরে কলেজের অধ্যাপক সহ অন্যান্য পদাধিকারীরাই ছাত্র ইউনিয়নের প্রসিডেন্ট সহ অন্যান্য পদে বসে পড়ছে বলে অভিযোগ। তবে এই অভিযোগের উত্তর দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছেন এজি।
রাজ্যের বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর এই সংক্রান্ত মামলার শুনানি হবে। ২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।