মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 30 April 2025 10:01
দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ঘোষণা করলেন, মন্দিরের ছবি এবং প্রসাদ সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিন মন্দির উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুপুর ৩টে ৫ থেকে ৩টে ১৪ মিনিট পর্যন্ত শুভ সময়। তার মধ্যেই মন্দির উদ্বোধন সম্পন্ন হবে। সেই সময়ের মধ্যেই দ্বারোদঘাটন করলেন তিনি। বুধবার সর্বসাধারণের জন্য দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে বলেও জানান মমতা।
মঙ্গলবারের পর বুধবারও জগন্নাথ মন্দিরে সকাল থেকে হয়েছে যজ্ঞ। বদ্ধ দরজার ভিতরে জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু করেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দ্বৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা। ছিলেন ইসকনের কর্মকর্তা তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাসও। পরবর্তী সময়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান শেষেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্দির উদ্বোধনের আগে তিনি বাংলা তথা দেশবাসীর উদ্দেশ বিশেষ বার্তা দেন। মমতা বলেন, ''আমি মনে করি, এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল হিসেবে পর্যটকদের কাছে প্রিয় হয়ে থাকবে। মন্দির সকলের জন্য। আজ থেকেই তার দ্বার খুলে দেওয়া হল। সবারে করি আহ্বান...''
এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার থেকেই সৈকত শহরে পুর্ণ্যার্থীদের ভিড়। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল হোম যজ্ঞ। রাজেশ দ্বৈতাপতির পাশাপাশি পুজোর আচার অনুষ্ঠানের জন্য পুরী থেকে দিঘায় রয়েছেন আরও ৫৭ জন সেবক।
এছাড়াও ইসকনের ১৭ জন সন্ন্যাসীর তত্ত্বাবধানে চলে যজ্ঞের কাজকর্ম। মন্দিরে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার আগে মোট এক কোটিবার নরসিংহ মন্ত্রোচ্চারণ করেন সেবকরা।