শেষ আপডেট: 20th January 2022 10:31
দ্য ওয়াল ব্যুরো: সামনে ভোট। উত্তরপ্রদেশের জেলায় জেলায় টিকাকরণের ধুম পড়েছে। যত বেশি সম্ভব মানুষকে টিকা দিয়ে ফেলতে হবে, এই লক্ষ্য নিয়ে নেমেছে সে রাজ্যের প্রশাসন। কিন্তু কোথায় কী! এখনও সেখানকার মানুষজন অনেকেই বলছেন ‘ভ্যাকসিন নেব না’। গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ভ্যাকসিন দিতে গিয়ে অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হতে হল উত্তরপ্রদেশের বাল্লিয়া জেলার স্বাস্থ্যকর্মীদের। গ্রামবাসীরা তাঁদের দেখে, ভ্যাকসিন নিতে হবে শুনে অদ্ভুত আচরণ করলেন। কেউ উঠে পড়লেন গাছে, কেউ আবার কর্মীদের সঙ্গেই কুস্তি লড়তে শুরু করে দিলেন কোমর বেঁধে। উত্তরপ্রদেশের বাল্লিয়া এমনিতেই টিকাকরণের দৌড়ে পিছিয়ে আছে অনেকটা। মঙ্গলবার সেখানকার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকর্মীরা গিয়েছিলেন। ভিডিও ক্লিপে দেখা গেছে, ভ্যাকসিনের হাত থেকে বাঁচতে গাছে উঠে পড়েছেন গ্রামবাসীদের কেউ কেউ। গাছ থেকে নামার জন্য তাঁদের কাছে রীতিমতো কাতরভাবে আর্তি জানাতে হচ্ছে। গাছের উপর থেকেই পরিষ্কার উত্তর আসছে, আমি ভ্যাকসিন নেব না, গাছ থেকে নামব না। আমার ভয় করে। আরও একটি ভিডিওতে দেখা গেছে ‘অবাধ্য’ এক গ্রামবাসীর সঙ্গে রীতিমতো কুস্তি লড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তিনি বলছেন তিনি পরে টিকা নেবেন, এখন তাঁর সময় নেই। এই বলেই কোনওরকমে স্বাস্থ্যকর্মীর হাত ছাড়িয়ে দিয়ে পালিয়ে যান তিনি। ব্যাকগ্রাউন্ডে একজনকে অনুরোধের সুরে বলতে সোনা গেছে দয়া করে এখনই ভ্যাকসিনটা নিয়ে নিন। পরে কেন? যিনি গাছে উঠে পড়েছিলেন, তাঁকে আবার বুঝিয়ে নীচে নামানো গেছে। টিকাও পেয়েছেন তিনি। কিন্তু গ্রামে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তা নজিরবিহীন।