শেষ আপডেট: 11th February 2025 17:04
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় টানা ২৩ মাস জেলবন্দি ছিলেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত বছরের সেপ্টেম্বরে জেল মুক্তির পরই নিজের বকেয়া ওই বিধায়ক ভাতার জন্য বিধানসভায় আবেদন করেছিলেন মানিক।
মঙ্গলবার এ বিষয়ে দীর্ঘ শুনানির পর বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দিলেন, জেলে থাকাকালীন সময়ের বিধায়ক ভাতা পাবেন না মানিক ভট্টাচার্য।
অধ্যক্ষ জানান, এজির পরামর্শ নিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজি পরিষ্কার জানিয়ে দিয়েছে, এসব ক্ষেত্রে ভাতা পাবেন না সংশ্লিষ্ট বিধায়ক।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় মানিকের পাশাপাশি তাঁর স্ত্রী ও ছেলেকেও গ্রেফতার করা হয়। স্ত্রী ও ছেলের পর গত বছরের ১২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান মানিক।
এরপরই নিজের বকেয়া বেতনের দাবিতে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন মানিক। দীর্ঘ শুনানির পর মানিকের সেই আবেদন খারিজ করা হল। অধ্যক্ষ জানিয়েছেন, নজিরবিহীন এই অর্ডার সংরক্ষিত করে রাখা হল। তবে এ ব্যাপারে পলাশীপাড়ার বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।